বাংলাদেশ শিশু একাডেমি, রংপুর জেলা শাখা অফিসটি নিজস্ব জায়গায় শহরের কেন্দ্রবিন্দু রাধাবল্লভ(সরকারীকলেজ রোড ক্রিকেট গার্ডেন বিপরীতে) অবস্থিত। ১৯৮১ সাল হতেপ্রতি বছর জানুয়ারি থেকে মাচ পর্যন্ত এনালগবিভিন্ন প্রশিক্ষণ কোর্সে শিশুদের ভর্তি কার্যক্রম এর আবেদন গ্রহণ করা হয়। ফরম, ভর্তি ফি, পরিক্ষার ফি, বার মাসের বেতন, শিশু পত্রিকাসহ মোট বাষিক ১,৯৮০/- টাকার বিনিময়ে শিশুদের ভর্তি করা হয়। ভর্তি যোগ্য শিশুর বয়স ৫ থেকে ১৮ বছর। উল্লেখ্য যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনা বেতনে ভর্তির সুযোগ রয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস